ভেনেজুয়েলার বিষয়টি গভীর উদ্বেগের সাথে দেখছে বাংলাদেশ
ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ও অভ্যন্তরীণ ঘটনাবলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে কোনো দেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি এবং সংলাপই একমাত্র কার্যকর পথ। সকল পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে ঢাকা মনে করে।
একই সঙ্গে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি নিজের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বিবৃতিতে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে, রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন মেনে চলাই হবে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান ভিত্তি।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট সকল পক্ষ সংযম প্রদর্শন করবে এবং আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে