যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম
পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।
বর্তমানে আরিফুল ইসলাম জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হবেন। আসাদ আলম সিয়াম সম্প্রতি পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করায় ওয়াশিংটনে রাষ্ট্রদূতের পদটি শূন্য হয়েছিল।
অভিজ্ঞ এই কূটনীতিক এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিউইয়র্ক ও কলকাতায় বাংলাদেশের মিশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৭তম ব্যাচের কর্মকর্তা।
বিদেশে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে আঞ্চলিক কূটনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ককে বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করার প্রচেষ্টার মধ্যেই তাঁর এই নিয়োগ এসেছে।
চলতি মাসের শেষের দিকে আরিফুল ইসলাম যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে