Views Bangladesh Logo

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানিতে দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি বৃহস্পতিবার অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে দীর্ঘমেয়াদে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করা সম্ভব নয়। তাই দেশের জন্য বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি-বিশেষ করে সৌরবিদ্যুৎ-গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, কার্ল পেজ বলেন, আধুনিক পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেম সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং বাংলাদেশের শিল্প খাতকে কয়েক দশক ধরে বিদ্যুৎ সরবরাহে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ, তাই পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে নেতৃত্ব দিতে পারে।

ড. ইউনূস জানান, নতুন জাতীয় বিদ্যুৎ নীতি অনুযায়ী সৌর জ্বালানি সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পারমাণবিক বিকল্প গ্রহণের আগে বিস্তারিত গবেষণা ও সম্ভাব্যতা যাচাই অপরিহার্য।

সভায় উপস্থিত ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সরকারের সিনিয়র সচিব ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ