Views Bangladesh Logo

সাফ উইমেন’স ফুটসালে মালদ্বীপকে উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুতই নিয়ন্ত্রণ নেয় সাবিনা খাতুন ও মাসুরা পারভিনদের দল। এই জয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯–১ গোলের বড় জয় বাংলাদেশকে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছিল।

পুরো টুর্নামেন্টজুড়েই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। মালদ্বীপের বিপক্ষে ১৪ গোলের ম্যাচের আগে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক সাবিনা খাতুন একাই চারটি গোল করে দলের জয়ের ভিত গড়ে দেন।

ওই ম্যাচে সাবিনার পাশাপাশি নুসরাত জাহান দুটি গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও স্কোরশিটে নাম লেখান। প্রথমার্ধেই ৬–০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল, তবে কোনো সমঝোতায় না গিয়ে দাপুটে জয়ের মধ্য দিয়েই নতুন এই সংস্করণের ট্রফি নিজেদের করে নেয় সাবিনারা।

সাফ উইমেন’স ফুটসালে এই অভিযানে ভারত ও ভুটানের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলেছে সাইদ খোদরহমির শিষ্যরা। প্রথম ম্যাচে ভারতকে ৩–১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ভুটানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করে। এরপর নেপালকে ৩–০, শ্রীলঙ্কাকে ৬–২ এবং পাকিস্তানকে ৯–১ গোলে হারিয়ে শিরোপার শক্ত দাবিদার হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করে।

বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে বাংলাদেশ, যা মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

ফুটসালের এই নতুন ফরম্যাটে বাংলাদেশের মেয়েরা আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল এমন সময়ে, যখন তারা সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের অভিজ্ঞতা অর্জন করেছে। এই সাফল্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্বে যোগ হলো নতুন এক অধ্যায়।

পুরো টুর্নামেন্টে অধিনায়ক সাবিনা খাতুনের অনবদ্য নেতৃত্ব ও দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের সাফল্যের মূল চালিকাশক্তি। অপরাজিত থেকে এমন ঐতিহাসিক শিরোপা জয় দেশের নারী ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ