সাফে ভুটানকে ১২ গোলে উড়িয়ে বাংলাদেশের দারুণ শুরু
দুর্দান্ত এক জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বাংলাদেশ। নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তারই জানান দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচজুড়েই ছিল লাল-সবুজের একচ্ছত্র আধিপত্য; ভুটানের রক্ষণভাগ কার্যত ভেঙে চুরমার করে মাঠ ছেড়েছে পিটার বাটলারের শিষ্যরা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোল পেতে কিছুটা সময় নিতে হয় বাংলাদেশকে। ম্যাচের ২৭ মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোলের সূচনা করেন মামনি চাকমা। বলটি ভুটানের গোলরক্ষকের হাতে লেগেছিল কি না, তা রিপ্লেতে স্পষ্ট না হলেও সরাসরি জালে গেলে সেটিকে অলিম্পিক গোল হিসেবেই ধরা যায়। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। প্রথমার্ধেই আরও দুটি গোল যোগ করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে বিপর্যস্ত করে তোলে আলপি-মুনকিরা। পঞ্চম গোল হজম করার পর গোলরক্ষক বদলাতে বাধ্য হয় ভুটান, তবে তাতেও কোনো পরিবর্তন আসেনি ম্যাচের গতিপথে। ৫৯ মিনিটে ষষ্ঠ গোলের পর বাকি সময়জুড়ে আসে আরও ছয়টি গোল। গোল উৎসবে ভেসে শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
চার দলের এই লিগভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও ভারত। এই দুই দল আজ বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে।
সাফের অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ের পরিসংখ্যানেও বাংলাদেশের আধিপত্য স্পষ্ট। এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি টুর্নামেন্টের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে