Views Bangladesh Logo

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সীমিত করেছে বাংলাদেশ। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পর্যটক ভিসা ইস্যু সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটি ডেপুটি হাইকমিশন থেকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু আপাতত বন্ধ রাখা হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিরাপত্তা বিবেচনা এবং বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। ওই ঘটনার পর কয়েক দিন বাংলাদেশে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত।

পরবর্তীতে ভিসা সেন্টারগুলো চালু হলেও মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু বন্ধ রেখেছে ভারত। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ