Views Bangladesh Logo

ফ্রিডম হাউসের সমীক্ষা

ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্টারনেট ব্যবহারে বাংলাদেশে স্বাধীনতা সীমিত আকারে বিদ্যমান বা ‘আংশিক মুক্ত’ বলছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস, যা কোনো নাগরিককে ইন্টারনেট ব্যবহারে পূর্ণ স্বাধীনতা দেয় না।

বুধবার (১৬ অক্টোবর) প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৪’ শিরোনামের গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে ১০০-এর মধ্যে ৪০ পয়েন্ট দেওয়া হয়েছে।

গত বছর একই সূচকে বাংলাদেশের পয়েন্ট ছিল ৪১। সেই হিসাবে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ইন্টারনেট স্বাধীনতার সূচকে বাংলাদেশ থেকে পিছিয়ে আছে শুধু পাকিস্তান (২৭)। শ্রীলঙ্কা (৫৩) এবং ভারত (৫০) এ তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তানকে এ সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়নি। সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে অবস্থান ভাগাভাগি করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক।

ফ্রিডম হাউসের র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে আইসল্যান্ড, যা ৯৪ পয়েন্ট অর্জন করেছে। এর পরই রয়েছে এস্তোনিয়া (৯২), চিলি (৮৬) এবং কানাডা (৮৬)।

র‍্যাংকিংয়ের নিচে অবস্থান করছে চীন ও মিয়ানমার, উভয়েই ৯ পয়েন্ট নিয়ে তালিকার সর্বনিম্নে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ