বাংলাদেশে সরকারি আয়-ব্যয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সরকারি রাজস্ব আয় ও ব্যয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাজেট ও সরকারি ব্যয়ের স্বচ্ছতায় ন্যূনতম মানদণ্ড পূরণে বাংলাদেশ ব্যর্থ বলেও মনে করে দেশটি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের চলতি বছরের ফিসকাল ট্রান্সপারেন্সি প্রতিবেদনে আর্থিক স্বচ্ছতার ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও মালদ্বীপও। ১৪০টি দেশের ৬৯টিকে এ তালিকায় রেখে অন্য ৭১টি দেশকে ন্যূনতম মানদণ্ড পূরণকারী হিসেবে চিহ্নিত করেছে প্রতিবেদনটি।
তবে, প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আর্থিকখাতে স্বচ্ছতা বাড়াতে বেশ কিছু সংস্কার শুরু করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসারে বছর শেষে আর্থিক প্রতিবেদন যুক্তিসঙ্গত সময়ে প্রকাশ ও বাজেট নথি তৈরিসহ সর্বোচ্চ নিরীক্ষা সংস্থাকে স্বাধীন ও পর্যাপ্ত সক্ষম করে গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। আর্থিক স্বচ্ছতা বাড়াতে নির্বাহী দপ্তরের ব্যয় বাজেটে স্পষ্টভাবে উল্লেখ, রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন এবং বার্ষিক বাজেটে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সময়মতো নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্পর্কিত তথ্য উন্মুক্ত রাখার কথাও মার্কিন সুপারিশে বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে