এশিয়া কাপ
৮ রানে জিতে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
আফগানিস্তানকে ১৪৬ রানে বেধে রেখে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে ৮ রানে জিতল বাংলাদেশ। আগে ব্যাট করে ১৫৪ রানের পুঁজি পায় তারা। জবাবে ১৪৬ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।
নিজেদের তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। তবে এখনও সুপার ফোরের টিকেট নিশ্চিত নয় তাদের।
ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ। ৩১ বলে ৫২ রানে ঝড়ো ইনিংস খেলেন তানজিদ।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৪০ বলে ৬৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান। এর মধ্যে আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির করা ইনিংসের তৃতীয় ওভারে ৪টি চারে ১৬ রান নেন তানজিদ।
আফগানিস্তান স্পিনার এএম গাজানফারের করা পাওয়ার প্লের শেষ ওভারে ২টি ছক্কায় ১৯ রান তুলে বাংলাদেশের রান ৫০এ নেন তানজিদ।
পরের ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন আফগানিস্তান স্পিনার রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩০ রান করা সাইফকে বোল্ড করেন রশিদ।
তিন নম্বরে নেমে ৯ রানের বেশি করতে পারেননি অধিনায়ক লিটন দাস। দলীয় ৮৭ রানে লিটন ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি তুলে নেন তানজিদ। ২৮ বলে অর্ধশতক পূর্ণ করে স্পিনার নূর আহমাদের শিকার হয়ে ৫২ রানে থামেন তিনি। ৩১ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন তানজিদ।
তানজিদের বিদায়ে ক্রিজে এসে ২টি চারে শুরু করেও ১১ বলে ১১ রানের বেশি করতে পারেননি শামীম হোসেন। রশিদের দ্বিতীয় শিকার হয়ে লেগ বিফোর আউট হন শামীম। তানজিদ-শামীমের বিদায়ের মাঝেও অন্য প্রান্তে রানের চাকা সচল রেখেছিলেন তাওহিদ হৃদয়। এতে ১৮ ওভারেই ১৩৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ।
১৯তম ওভারে পেসার আজমতুল্লাহ ওমরজাইর প্রথম ডেলিভারিতে সাজঘরের পথ ধরেন ১টি করে চার-ছক্কায় ২০ বলে ২৬ রান করা হৃদয়। এরপর ইনিংসের শেষ ১১ বলে ২টি চারে ১৫ রান যোগ করেন জাকের আলি ও নুরুল হাসান। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান পায় বাংলাদেশ। এবারের এশিয়া কাপে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ।
জাকের ১৩ বলে ১টি চারে ১২ এবং নুরুল ২ চারে ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের দুই স্পিনার রশিদ ২৬ রানে এবং নূর ২৩ রানে ২টি করে উইকেট নেন।
এদিকে ব্যাটিং নেমেই ডেলিভারি ভুল লাইনে খেলে এলবিডব্লিউ হন আফগানিস্তানের সেদিকউল্লাহ অতল। নিশ্চিত আউট বুঝতে পেরে রিভিউও নেননি বাঁহাতি ওপেনার। এরপর ১২ বলে মাত্র ৫ রান করে তৃতীয় ওভাবে নাসুমের প্রথম বলেই এলবিডব্লিউ হন ইব্রাহিম। পাঁচ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। এদিকে প্রথম ৬ ওভারে আফগানদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ২৭ রান।
রিশাদ হোসেন নবম ওভারের তৃতীয় বলে ফিরতি ক্যাচ নিয়ে ড্রেসিং রুমে ফেরত পাঠান গুলবদিন নাইবকে। ৮.৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫১ রান। ইনিংসের প্রথম ১০ ওভার শেষে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ৬১ রান।
এরপর ২টি করে চার-ছক্কায় ৩১ বলে ৩৫ রান করে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। লেগ স্পিনারের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জাকের আলি অনিকের হাতে ধরা পড়েন তিনি।
মুস্তাফিজুর রহমানের বলে খোঁচা মেরে বোল্ড হয়ে যায় আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার। ১৫ বলে তিনি করেন মাত্র ১৫ রান। ১৩ ওভারে মাত্র ৭৭ রান করতেই অর্ধেক ব্যাটার হারিয়ে ফেলে আফগানিস্তান। ১৬ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১১০ রান।
নাসুমের শেষ ওভারে রান আউট হয়ে যায় ৮ বলে ৬ রান করা করিম জানাত। ১৮ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১২৮ রান। বাকি ১২ বলে তাদের প্রয়োজন ছিল ২৭ রান। ৯ বলে ১৬ রানে খেলেন আফগানদের শেষ আশা রশিদ খান।
বাংলাদেশের জয়ের পথে কাঁটা হয়ে থাকা রশিদ খানকে আউট করে দেয় মুস্তাফিজুর রহমান। ১৯তম ওভারের প্রথম বলে নো লুক শটে বাউন্ডারি মেরেছিলেন আফগান অধিনায়ক। পরের বলে থার্ড ম্যানে ধরা পড়লেন ১১ বলে ২০ রান করা এই ব্যাটার। পরে ওভারের তৃতীয় বলে আল্লাহ্ মোহাম্মদ গাজানফারকেও ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, অনিক ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবী ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (সেদিকউল্লাহ ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৬, নবী ১৫, ওমরজাই ৩০, জানাত ৮, রশিদ ২০, নুর ১৪, গাজানফার ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন ৪-০-৩৪-১, মুস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে