রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে শান্তিরক্ষায় আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি হলে যে বাফার জোন তৈরি হতে পারে, সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বক্তব্যে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘এখনই ঘোষণা দেওয়ার মতো কিছু নেই। আমরা আশা করি যুদ্ধবিরতি হবে। যদি তাই হয়, জাতিসংঘ অবশ্যই ভূমিকা নেবে। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে, এবং আমরা এ ধরনের যেকোনো অভিযানে অংশ নিতে চাই।’
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে, যেখানে বাংলাদেশ বা সৌদি আরবের মতো ন্যাটো বহির্ভূত দেশের সেনারা অতিরিক্ত নিরাপত্তার জন্য মোতায়েন হতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্পষ্ট করে বলেন, বাংলাদেশ কেবল জাতিসংঘ পরিচালিত অভিযানে অংশগ্রহণের নীতি অনুসরণ করে। যদিও কিছু বাংলাদেশি সেনা দ্বিপাক্ষিক ব্যবস্থার অধীনে বিদেশে দায়িত্ব পালন করছেন, দেশটি জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত শান্তিরক্ষা মিশনকেই অগ্রাধিকার দেয়।
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের নয়াদিল্লি বৈঠক সম্পর্কেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি জানান, বৈঠকের ফলাফল সম্পর্কে তিনি এখনও কোনো হালনাগাদ তথ্য পাননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে