Views Bangladesh Logo

বাংলাদেশ জেলের নতুন নাম হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

কারাগারের কার্যক্রমকে সংশোধন ও আধুনিকীকরণে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেয়া হয়েছে।

‘কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫’ এর খসড়া চূড়ান্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, ‘কারাগার ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে এবং তীব্র জনবল সংকট কাটাতে নতুন জনবলের অনুমোদন দিয়েছে সরকার। আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে’।

মহাপরিদর্শক জানান, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মিত হবে। বন্দিরাও মাঝে মাঝে তাকে ফোন করেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ