এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্সড টিম ইভেন্টে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১৫৮–১৫৩ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক দল। ম্যাচটি অনুষ্ঠিত হয় বুধবার, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
আগামীকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) স্বর্ণপদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বন্যা ও হিমু জুটি।
এর আগে এলিমিনেশন রাউন্ডে ভুটানকে ১৫৪–১৪৮ স্কোরে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। কোয়ার্টার ফাইনালে ইরানের বিপক্ষে ১৫৪–১৫৪ স্কোরে ম্যাচ ড্র হলেও টাইব্রেকারে ১৯–১৮ ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ।
ঘরের মাঠে পদক জয়ের আশা নিয়েই প্রতিযোগিতায় নেমেছিল বাংলাদেশ দল। রিকার্ভের মতো কম্পাউন্ড ইভেন্টেও এখন বিদেশি কোচের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশের আর্চাররা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে