আয়ারল্যান্ডকে কোণঠাসা করে দিন শেষ করল বাংলাদেশ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডকে কোণঠাসা করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৯৮ রান তুলতে গিয়ে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়েছে। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন হাসান মুরাদ। এছাড়া খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রান সংগ্রহ করে নাজমুল হোসেন শান্তের দল। দিনের শুরুতেই মুশফিকুর রহিম এক রানের আক্ষেপ ঘুচিয়ে শতরান পূরণ করেন। তিনি ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন। মুশফিক ১০৬ রান করে আউট হন। ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান লিটন দাস ১২৮ রানে ফেরেন। মিরাজ মাত্র ৩ রানের ব্যবধানে ফিফটির কাছে পৌঁছাননি।
এই ইনিংসে বাংলাদেশের ইতিহাসে তৃতীয়বারের মতো এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়ে। মুশফিক মুমিনুল হকের সঙ্গে চতুর্থ উইকেটে, লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়ে দেন। পরের উইকেটে লিটন মিরাজের সঙ্গে শতরানের জুটি উপহার দেন। আয়ারল্যান্ডের হয়ে একাই ৬ উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এছাড়া ম্যাথু হ্যামফ্রিজ ও গাভিন হোয়ে ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ ৩৭৮ রানে এগিয়ে থেকে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে