Views Bangladesh Logo

গলে রোমাঞ্চকর লড়াইয়ের পর স্বস্তির ড্র বাংলাদেশের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লে ৫ দিনব্যাপী টেস্টে ছিল রোমাঞ্চ, লড়াই, বৃষ্টি আর আক্ষেপ; কিন্তু শেষ পর্যন্ত ফল হলো না—শ্রীলঙ্কার বিপক্ষে ড্রতেই শেষ হলো বাংলাদেশ দলের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের মিশন। তবে এই ড্র-ও টাইগারদের জন্য বড় স্বস্তি, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দারুণ উপলক্ষ।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ইনিংসে শান্ত-মুশফিক-লিটনের ব্যাটে ভর করে ৪৯৫ রান তোলে বাংলাদেশ। জবাবে পাতুম নিশাঙ্কার ১৮৭ রানের ঝকঝকে ইনিংসে ৪৮৫ রান করে শ্রীলঙ্কা। টাইগাররা পায় ১০ রানের লিড। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্তর অনবদ্য ১২৫ রানে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৫।

চতুর্থ ইনিংসে বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ—৪৮ রানে ৪ উইকেট তুলে নেয় পেসাররা। তখনই জয়ের সুবাস পাচ্ছিল টাইগার শিবির। কিন্তু সময় কম, আর বৃষ্টি যেন বারবারই সব সম্ভাবনায় জল ঢেলে দিচ্ছিল। দ্বিতীয় দিনে প্রায় দুই সেশন এবং পঞ্চম দিনেও তিন ঘণ্টা খেলা বন্ধ থাকে বৃষ্টিতে। শেষ দিকে লঙ্কানদের একটি দৃঢ় জুটিতে ম্যাচ সমতায় পৌঁছায়।

শেষ পর্যন্ত দুই অধিনায়ক ড্র মেনে নেন। বাংলাদেশের হয়ে শান্ত পেলেন ম্যাচসেরার পুরস্কার—দুটি সেঞ্চুরির সুবাদে। দলের প্রাপ্তিও কম নয়: শান্তর জোড়া শতক, মুশফিকের দেড়শ ছুঁইছুঁই ইনিংস, নাঈম হাসানের ফাইফার, সঙ্গে পাওয়া ৪ পয়েন্ট।

দেশের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে ড্র, এরপর আরব আমিরাত ও পাকিস্তানের কাছে সিরিজ হার—এই পেছনে থাকা দলের জন্য গলে এমন একটি ফল বিশেষভাবে ইতিবাচক। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৫ জুন, কলম্বোতে। এরপর লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

গলে এই ড্র বাংলাদেশকে শুধু পয়েন্টই দেয়নি, দিয়েছে সাহস ও আত্মবিশ্বাসও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ