Views Bangladesh Logo

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বিজয় দিবসের ব্যানার ও পোস্টারে সজ্জিত করা হয় দূতালয় এলাকা।

মঙ্গলবার সকালে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, যুদ্ধাহত ও সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন এবং শহীদ পরিবারের সদস্যদের, যাঁদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

এছাড়া তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ