Views Bangladesh Logo

‘বাংলাদেশে কোনো জঙ্গি নাই, আছে ছিনতাইকারী’

 VB  Desk

ভিবি ডেস্ক

হোলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে দেশে কোনো জঙ্গি দেখছেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।”

২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশান-২ এ হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশেরই পাঁচ তরুণ। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে ১৭ বিদেশি নাগরিকসহ মোট ২০ জনকে হত্যা করা হয়। যদিও আইএস এই হত্যার দায় স্বীকার করেছিল। তবে সরকার দায়ী করেছিল নব্য জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে।

সাজ্জাত আলী পূর্ববর্তী সরকারের কঠোর সন্ত্রাসবিরোধী অভিযানের সমালোচনা করে বলেন, “তারা জঙ্গি হুমকি বাড়িয়ে তরুণদের হত্যা করেছে।” হোলি আর্টিজান হামলাটির সত্যতা নিয়ে তিনি সংযমী। বলেন, “আমি জানি না এটা নাটক ছিল কি না, কিন্তু এখন দেশে কোনো জঙ্গি নেই। লোকেরা দরিদ্রতার কারণে চুরি করছে।”

দূতাবাসগুলোর অংশগ্রহণ না থাকায় এই বছর হামলার স্মরণে কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি বা পুষ্পস্তবক অর্পণ হয়নি বলে জানা গেছে।

২০১৬ সালের পর সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট যেমন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গঠন করা হলেও, কমিশনার জানান, এখন এসব ইউনিটকে সন্ত্রাসী ধরার বদলে ছিনতাইকারী ধরার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, “তাদের বলা হয়েছে, আর কোনো জঙ্গি ধরার নেই, ছিনতাইকারী ধরো — ওরাই এখন আমাদের জঙ্গি।”

কমিশনারের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন রাজনৈতিক নেতাদের গুম নিয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন বলছে, পূর্ববর্তী সরকার সন্ত্রাসবিরোধী অভিযানকে রাজনৈতিক শত্রু নির্মূলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ