Views Bangladesh Logo

সামরিক শক্তিতে ২ ধাপ পেছাল বাংলাদেশ

বৈশ্বিক সামরিক শক্তিতে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে তৈরি করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের (জিএফপি) ২০২৫ সালের তথ্য-উপাত্তা পর্যালোচনা করে চলতি সপ্তাহে ২০২৬ সালের জন্য এই সূচক প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, এই র‍্যাংকিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী ও বিমানবাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে সমীক্ষায়।

গ্লোবাল ফায়ারপাওয়ারের সূচক অনুযায়ী, বিশ্বে সামরিক শক্তির ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপরে পরে রয়েছে রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ কোরিয়া। পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান দুই ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে। তালিকায় বাংলাদেশ রয়েছে ৩৭তম অবস্থানে। এবার প্রতিবেশী মিয়ানমার বাংলাদেশকে টপকে ৩৫তম অবস্থানে রয়েছে।

গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৩৫, ২০২৪ এ ৩৭ এবং তার আগের বছর ২০২৩ সালের সূচকে ছিল ৪০তম। অর্থাৎ দুই বছরেই বাংলাদেশের সামরিক শক্তি পাঁচ গুণ বেড়ে পরের বছরেই তা পিছিয়ে গেল।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৬ কোটি ৬১ লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য। বাংলাদেশের সামরিক বাহিনীতে মোট সেনা সংখ্যা ১ লাখ ৬৩ হাজার। বাংলাদেশ বিমানবাহিনীতে রয়েছে ১৭ হাজার ৪০০ সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ২৫ হাজার ১০০ সেনা।

অন্যদিকে, মিয়ানমারের মোট জনসংখ্যা ৫ কোটি ৭৫ লাখ। এর মধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য। মিয়ানমারের সক্রিয় সৈন্য সংখ্যা ১ লাখ ৫০ হাজার। মিয়ানমারের রিজার্ভ সৈন্য রয়েছে ২০ হাজার। দেশটির বিমানবাহিনীতে রয়েছে ১৫ হাজার সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ১৬ হাজার সেনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ