এশিয়া কাপে অভিষেকেই ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা
এশিয়া কাপ হকিতে অভিষেকেই নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশের নারী অনূর্ধ্ব-১৮ দল। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জয়ের অনন্য কৃতিত্ব দেখালো তরুণী হকি দলটি।
রোববার (১৩ জুলাই) সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে পদক নিশ্চিত করে মেয়েরা। এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপে প্রথমবারের মতো কোনো পদক জিতলো বাংলাদেশের নারী হকি দল।
ম্যাচের নায়কোচিত পারফরম্যান্স ছিল আইরিন আক্তারের। দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি হন ম্যাচসেরা। অধিনায়ক মুক্তা খাতুন, শারমিন আক্তার ও তামান্না আক্তার করেন একটি করে গোল।
এর আগে, সেমিফাইনালে স্বাগতিক চীনের কাছে ৯-০ গোলে হারলেও পুরো টুর্নামেন্টে সাহসী লড়াই চালিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দলটি ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তান এবং হংকংয়ের বিপক্ষে টানা জয় তুলে নেয়। এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মেয়েরা।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দাপুটে খেলেছে বাংলাদেশ। দারুণ নিয়ন্ত্রিত ও গোছানো খেলায় প্রতিপক্ষের জালে ৬ বার বল পাঠিয়ে দেশের নারী হকির ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পদক জয়ের মাইলফলক স্পর্শ করে।
অন্যদিকে, পুরুষ অনূর্ধ্ব-১৮ দল এশিয়া কাপে পদক জয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত সফল হতে পারেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে পরাজিত হয়ে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
পুরুষ দলটি হংকংকে হারালেও, সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হেরে পদক লড়াই থেকে ছিটকে যায়।
নারী হকি দলের এই ঐতিহাসিক অর্জনকে দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ নারী ক্রীড়াবিকাশের জন্য এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা। তাদের মতে, এই সাফল্য বাংলাদেশের নারী হকিতে আগামীর সম্ভাবনার দ্বার উন্মোচন করলো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে