নেপালকে ৩ গোলে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারো জয় পেয়েছে। আগের ম্যাচে ভারতের কাছে হারের পর নেপালের বিপক্ষে দাপট দেখিয়েছে মাহবুবুর রহমান লিটুর দল। নিজেদের তৃতীয় ম্যাচে তারা ৩-০ গোলে জয় নিশ্চিত করেছে।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা এই ম্যাচে প্রথমার্ধেই বাংলাদেশ দুই গোলে এগিয়ে যায়। ৪১ মিনিটে জটলার মধ্যে থুইনুই মারমা ফাঁকা পায়ে গোল করেন, এরপর ৪৫ মিনিটে প্রীতি আকন্দ আক্রমণ ঠেকাতে বাইরে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে দ্বিতীয় গোল করেন।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ আক্রমণ চালিয়ে যায়। ৭৯ মিনিটে প্রীতির শট ক্রসবারে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে প্রীতি আরেকবার পোস্টে ঠেকালেও বদলি রিয়া গোলকিপারকে কাটিয়ে দলের তৃতীয় এবং শেষ গোলটি করেন, যা বাংলাদেশের জয় নিশ্চিত করে।
পরবর্তী ম্যাচে ২৭ আগস্ট নেপালের বিপক্ষে বাংলাদেশ পুনরায় মাঠে নামবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে