ড. ইউনূসের পরিচিতি থাকায় মার্কিন শুল্কে বিশেষ সুবিধা মিলেছে: প্রেস সচিব
যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার শুল্ক কমিয়ে ২০ শতাংশ করার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল এবং ভবিষ্যতে শুল্ক আরও কমানোর চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং রপ্তানি বাড়বে।
তিনি বলেন, নেগোশিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কী হবে, সেটি মাথায় রেখেই দর কষাকষি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি অভিযোগ করেন, শুল্ক ইস্যুতে কিছু বুদ্ধিমান মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিলেন, তবে তারা সফল হননি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই শুল্ক। বিভিন্ন দফায় আলোচনা ও দর কষাকষির মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে লাভজনক চুক্তি করতে পেরেছে।
বিদেশি বিনিয়োগ নিয়ে প্রেস সচিব বলেন, অনেক বিনিয়োগকারী চট্টগ্রাম বন্দরের দক্ষতা নিয়ে অভিযোগ করেন। বন্দরের দক্ষতা না বাড়াতে পারলে এখানে বিদেশি বিনিয়োগ আসবে না। বন্দরকে আমরা সিঙ্গাপুরের পর্যায়ে নিয়ে যেতে চাই; কিন্তু বিদেশি অপারেটর নিয়ে অনেকে সার্বভৌমত্ব গেল গেল বলে আওয়াজ তোলেন। চিন্তাটাই যেন এমন দেশটাকে বনসাই বানিয়ে রাখতে চাওয়া। বিডায় আগে কোনো এক দরজায় সেবা ছিল না। এখন প্রকৃত অর্থেই এক দরজায় সেবা চালুর চেষ্টা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, বাজেট প্রণয়নের আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা যেত। তাহলে সংস্কারের বিষয়গুলো সামনে আসত।
তিনি এলডিসি (লেস্ট ডেভেলপড কান্ট্রি) উত্তরণ নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান দাবি করেন।
গোলটেবিল আলোচনার আয়োজন করেছিল ব্রেইন, সঞ্চালনা করেন ইনোভিশন কনসাল্টিংয়ের পরিচালক রুবাইয়াৎ সারোয়ার। এতে ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন।
প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যা ৩১ জুলাই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ২০ শতাংশে নামিয়ে আনা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে