জানুয়ারি-মে মাস পর্যন্ত বাংলাদেশ ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে
২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
বিডার ব্যবসায় উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, প্রাপ্ত প্রস্তাবের প্রায় ২০ শতাংশ ইতিমধ্যেই অগ্রসর পর্যায়ে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে স্বাক্ষরিত চুক্তি, জমি ইজারা নিশ্চিতকরণ এবং বরাদ্দপত্র। তিনি উল্লেখ করেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাওয়া বাংলাদেশের শিল্পায়ন অভিযানের জন্য গুরুত্বপূর্ণ।
রোচি আরও বলেন, বিনিয়োগের মাত্রা নয়, মান ও স্থায়িত্বের ওপরও মনোযোগ দেওয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে আরও ফলপ্রসূ বিনিয়োগ আশা করা যাচ্ছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ বিনিয়োগ প্রস্তাব এখন অনুসন্ধানমূলক বা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সম্ভাব্যতা অধ্যয়ন, আলোচনা এবং প্রাথমিক প্রকল্প পরিকল্পনা। এছাড়া ২০ শতাংশ প্রস্তাব গভীর যাচাই-বাছাইয়ের মধ্যেও রয়েছে।
বেজার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম জানান, বিনিয়োগকারীদের সুবিধার জন্য একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল তৈরি করা হয়েছে। এটি বিনিয়োগের অবস্থা, অঞ্চলভিত্তিক উন্নয়ন, জমির প্রাপ্যতা এবং অনুমোদনের সময়সীমাসহ সব তথ্য একত্রিত করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে