নেপাল থেকে ফিরেছে জাতীয় ফুটবল দল, আটকা পড়া নাগরিক
প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে হঠাৎ সহিংস রাজনৈতিক পরিস্থিতির মুখে আটকা পড়েছিলেন জামাল ভূঁইয়া, মিতুল মারমাসহ লাল-সবুজের যোদ্ধারা। আগুন, ভাঙচুর আর গুলির শব্দে আতঙ্কিত পরিবেশে হোটেলবন্দি হয়ে দিন কাটাচ্ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ।
অবশেষে তিন দিনের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর বৃহস্পতিবার বিকালে স্বস্তির নিশ্বাস ফেললেন তারা। কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশিদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বিকাল সাড়ে চারটায় ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর-উত্তম একে খন্দকারে নিরাপদে অবতরণ করেন তারা।
খেলোয়াড়, কোচ, টিম অফিশিয়ালসহ ৩৮ জনের সাথে একই ফ্লাইটে ফিরেছেন ম্যাচ কাভার করতে যাওয়া ১৬ জন সাংবাদিকও। এ সময় কাঠমান্ডু থেকে আসা সবাইকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিমান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাফুফে সভাপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এছাড়া, নেপালের সিভিল এভিয়েশন অথরিটির সহযোগিতায় বিমানের একটি অতিরিক্ত ফ্লাইট আজ ঢাকায় আসে। এতে ৯ ও ১০ সেপ্টেম্বর থেকে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরেন।
নেপালের তরুণদের সরকারবিরোধী আন্দোলনের ক্ষোভে পুড়েছে পুরো দেশ। এর মধ্যেই নেপালের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচটি খুব ভালোভাবে খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচের আগেই অস্থির হয়ে ওঠে গোটা দেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে