Views Bangladesh Logo

নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রাজনৈতিক অস্থিরতা ও ফ্লাইট স্থগিতের কারণে কয়েকদিন ধরে নেপালে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকালে দলটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সমন্বিত প্রচেষ্টায় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। দলের সঙ্গে বাংলাদেশ-নেপাল ফুটবল সিরিজ কভার করতে যাওয়া সাংবাদিকেরাও ফিরছেন।

বাংলাদেশ দল নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর দেশটিতে ছাত্র আন্দোলন শুরু হলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে এবং ৯ সেপ্টেম্বর বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায় এবং দলের দেশে ফেরা বিলম্বিত হয়।

এ সময় অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড রাকিব হোসেনসহ খেলোয়াড়রা টানা দুইদিন হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ