Views Bangladesh Logo

অবশেষে নিরাপদে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

বশেষে নেপালে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিরাপদে দেশে ফিরেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

জানা গেছে, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল দলের খেলোয়াড় ও স্টাফরা। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

এ বিশেষ ফ্লাইটে দলের সঙ্গে দেশে ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও।

বাংলাদেশ দল নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর দেশটিতে ছাত্র আন্দোলন শুরু হলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে এবং ৯ সেপ্টেম্বর বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায় এবং দলের দেশে ফেরা বিলম্বিত হয়।

এ সময় অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড রাকিব হোসেনসহ খেলোয়াড়রা টানা দুইদিন হোটেলে অবস্থান করতে বাধ্য হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ