Views Bangladesh Logo

বিমানের ফ্লাইট রিশিডিউলে ফুটবল দলের নেপাল যাত্রা বিলম্বিত

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কারিগরি ত্রুটিতে বিমানের নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় কয়েকঘণ্টা বিলম্বে নেপালের উদ্দেশে রওনা হয়েছে জাতীয় ফুটবল দল। দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার (৩ আগস্ট) সকালে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না দল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭১ এ বুধবার দুপুর দেড়টায় দলটির কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তবে, বিমানের জ্বালানি ট্যাঙ্কে লিকেজ দেখা দেয়ায় কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। ফলে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘন্টা আটকে থাকেন।

বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম জানান, কারিগরি সমস্যায় পুনর্নির্ধারণ করে ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় ছেড়ে গেছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। বাফুফেও নিশ্চিত করে, সন্ধ্যা সাতটার পুনঃনির্ধারিত ফ্লাইটে দেশ ছেড়েছেন ফুটবলাররা।

টিম ম্যানেজার আমের খান জানান, নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছানো এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সত্ত্বেও জাতীয় দলকে অপেক্ষা করতে হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ