শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারল বাংলাদেশ
সাত গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হংকংয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ ফুটবল দল। এই হারেই শেষ হয়ে গেল হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শকের সামনে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটেই গোল করেন দলের তারকা খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। গোলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম; কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। রক্ষণভাগে এলোমেলো খেলায় একের পর এক আক্রমণে বিপদে পড়ে লাল–সবুজ জার্সিধারীরা। বিশেষ করে সাদ উদ্দিনের দিক দিয়ে হংকংয়ের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
বিরতির আগেই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এভারটনের গোলে সমতায় ফেরে হংকং। বিরতির পরই আরেক ব্রাজিলিয়ান রাফায়েলের গোলে লিড নেয় তারা। ৭৪ মিনিটে রাফায়েলের দ্বিতীয় গোলেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
তবে ম্যাচ ছাড়েনি বাংলাদেশ। বদলি হিসেবে নামা জামাল ভূঁইয়া, শামিত সোম, জায়ান আহমেদরা আক্রমণ বাড়ান। ৮৪ মিনিটে মোরসালিন ও ইনজুরি সময়ে শামিত গোল করলে ৩-৩ সমতায় ফেরে ম্যাচ। গ্যালারি তখন উল্লাসে কাঁপছে। কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি। ইনজুরি টাইমেই রাফায়েল হ্যাটট্রিক সম্পূর্ণ করে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন হংকংয়ের জন্য, স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি।
শেষ মুহূর্তের এই গোলের পর সমর্থকদের ক্ষোভ ঝড়ে পড়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ওপর। বিশেষ করে রক্ষণে দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও সাদ উদ্দিনকে পুরো ম্যাচ খেলানো নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে নেমে গেছে বাংলাদেশ। ফলে শেষ হয়েছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে