Views Bangladesh Logo

বাংলাদেশ ভয়াবহ ষড়যন্ত্রের মুখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশীয় ও আন্তর্জাতিক মহলের চক্রান্তে বাংলাদেশ বর্তমানে এক “ভয়াবহ ষড়যন্ত্রের” মুখে রয়েছে। বুধবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আশা প্রকাশ করে বলেন, রমজানের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ বহু মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য গণতন্ত্র—কিন্তু তা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তবে আমরা বিশ্বাস করি, শিগগিরই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।”

গণতন্ত্রের অন্যান্য স্তম্ভ শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। আদালতকে অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কাজী নজরুল ইসলামের অবদান স্মরণ করে রিজভী বলেন, নজরুল মানবতা, প্রেম ও বিদ্রোহের প্রতীক। “ব্রিটিশবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান কিংবা সাম্প্রতিক আন্দোলন সব সময় নজরুলের গান ও কবিতা মানুষকে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, অধিকার থেকে বঞ্চিত হলে নজরুলের কবিতাই মানুষকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করেছে। একইসঙ্গে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার লেখনীর সাহসিকতাও বর্তমান রাজনৈতিক সংগ্রামে প্রেরণা জোগাচ্ছে।

রিজভী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেতনাকে ধারণ করেই সাম্প্রতিক জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ