কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের মেয়াদ বাড়ল
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন এর দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
বুধবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো: ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে সফল হয়েছেন তারিক চয়ন।
সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে পেশাদার সম্পর্ক স্থাপনের মাধ্যমে তিনি উপ-হাইকমিশনের কার্যক্রমে গতি এনেছেন।
তার সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রেস সচিব পদে দায়িত্ব পালনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তারিক চয়ন বাংলাদেশের একজন খ্যাতনামা সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। কূটনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক সাংবাদিকতায় দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ও স্নেহভাজন সহযোগী হিসেবে বিবেচিত।
কলকাতায় যোগদানের পর থেকে তিনি পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার নানা দৃষ্টান্ত প্রচারে সক্রিয় ভূমিকা রাখছেন।
সম্প্রতি তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। গত ১৪ অক্টোবর কুয়ালালামপুরের লিংকন ইউনিভার্সিটি কলেজে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে