Views Bangladesh Logo

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হুমকি’

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটে এসে কিছু সময় চিৎকার-চেঁচামেচি করে। তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে নানা কথা বলে, যার মধ্যে ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের বক্তব্য শোনা যায়। পরে তারা মূল ফটকের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার চলে যায়।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নে প্রেস মিনিস্টার বলেন, তারা হিন্দি ও বাংলা মিশিয়ে হুমকিসূচক কথা বলেছে। এর মধ্যে ‘হিন্দুদের মেরে ফেললে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব’ এ ধরনের বক্তব্যও ছিল বলে জানান তিনি।

ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তিরা চিৎকার করে চলে গেছে, বাড়তি কোনো সহিংসতা বা ক্ষয়ক্ষতি করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ