Views Bangladesh Logo

পাকিস্তানকে হারিয়ে অবশেষে নয় বছরের খরা কাটাল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ নয় বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে আবারও পাকিস্তানকে হারাল বাংলাদেশ। রবিবার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পর পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ইনিংসে ভর করে সাত উইকেটে সহজ জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে যায়। ওপেনার ফখর জামান সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া আব্বাস আফ্রিদি করেন ২২ রান। বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে শিকার করেন ৩টি উইকেট। অন্যদিকে মোস্তাফিজুর রহমান মাত্র ৪ ওভারে ৬ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট, যা দেশের টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।

১১১ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম ১ রানে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক লিটন দাসও একই পথে হাঁটেন, তিনিও মাত্র ১ রান করেন। দুই ওপেনারের বিদায়ে ২.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ রানে ২ উইকেট।

এরপর চাপ সামলে ইনিংস মেরামতের কাজ শুরু করেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। এই জুটি গড়ে ৬২ বলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন ইমন।

ইনিংসের শেষ দিকে জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৩৯ বল মোকাবেলায় ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। বাংলাদেশ জয় পায় ২৮ বল হাতে রেখে, ৭ উইকেটের ব্যবধানে।

উল্লেখ্য, সবশেষ ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানকে মিরপুরেই ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। নয় বছর পর টি-টোয়েন্টিতে আবারও সেই স্মৃতি ফিরিয়ে আনল টাইগাররা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ