Views Bangladesh Logo

মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সতর্কতা

 VB  Desk

ভিবি ডেস্ক

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক সমাবেশ বা যেকোনো ধরনের মিছিল-মিটিং এড়িয়ে চলার কঠোর নির্দেশনা দিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৭ অক্টোবর) জারি করা এক সতর্কবার্তায় দূতাবাস জোর দিয়ে বলেছে যে, মালদ্বীপে বসবাসকারী বাংলাদেশিদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে যেকোনো ধরনের অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নির্দেশনা লঙ্ঘনকারীদেরকে গ্রেপ্তার, জরিমানা অথবা মালদ্বীপ থেকে বহিষ্কারের মতো শাস্তির মুখে পড়তে হতে পারে।

বাংলাদেশি নাগরিকদেরকে রাজনৈতিক প্রোগ্রাম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। তারা, নাগরিকদেরকে নিজ নিজ কাজে মনোনিবেশ করে মালদ্বীপের স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, আইন ও নিয়মকানুন মেনে চলা ব্যক্তিগত নিরাপত্তা এবং বাংলাদেশ হাই কমিশনের স্বার্থ—উভয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ