Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নামল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

স্ট্রেলিয়ায় পড়াশোনায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করা হয়েছে। বাংলাদেশকে আগের লেভেল ১ থেকে নামিয়ে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ রাখা হয়েছে। এর ফলে ভিসা পেতে এখন শিক্ষার্থীদের বেশি আর্থিক তথ্য ও নথি জমা দিতে হবে।

গত বছর পর্যন্ত বাংলাদেশ লেভেল ১-এ থাকায় তুলনামূলক কম আর্থিক প্রমাণ দিয়েই ভিসার আবেদন করা যেত। তবে নতুন সিদ্ধান্তের পর সেই সুবিধা আর থাকছে না।

প্রোভাইডার রেজিস্ট্রেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (প্রিজমস)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে লেভেল ৩-এ রয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রমাণ যাচাইয়ের স্তর পরিবর্তন করা হয়েছে। এর লক্ষ্য জালিয়াতি রোধ এবং প্রকৃত শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করা।

নতুন নিয়মে ভিসার আবেদনের সময় শিক্ষার্থীদের ভ্রমণ ব্যয়, ১২ মাসের জীবনযাপন খরচ, নিজের ও পরিবারের টিউশন ফি এবং নির্ভরশীলদের শিক্ষাব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে হবে।

বাংলাদেশের সঙ্গে ভুটান, ভারত ও নেপালকেও লেভেল ৩-এ রাখা হয়েছে। তবে এসব দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড জানিয়েছেন, দক্ষিণ এশিয়া সফরে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল ভিসা আবেদনে জালিয়াতির প্রবণতা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। সে কারণেই আর্থিক ও শিক্ষাগত প্রমাণ যাচাইয়ে কঠোরতা বাড়ানো হয়েছে।

গত বছর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তি বেড়েছে। তবে বাংলাদেশ থেকে নিম্ন আয়ের শিক্ষার্থীর আবেদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে প্রায় ৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেছে, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ