Views Bangladesh Logo

তারেক রহমানের সাথে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিবের সাক্ষাৎ

লকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তারিক চয়ন জানান, তারেক রহমানের সঙ্গে তিনি দুই দফা সামনাসামনি সাক্ষাৎ ও কথা বলেছেন, যার একটি সাক্ষাৎ হয় বৃহস্পতিবার রাতেও। দীর্ঘ দেড় যুগের প্রবাস জীবন ও প্রতিকূল আবহাওয়ার প্রভাব তারেক রহমানের স্বাস্থ্যে পড়লেও তিনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং দেশ ও গণতন্ত্রের প্রতি অটল নিষ্ঠাশীল—এমন মন্তব্য করেন তিনি।

তারিক চয়ন আরও লেখেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে স্বৈরাচারী শাসনের রোষানলে পড়ে তারেক রহমান তার ভাই ও মাকে হারিয়েছেন। এই শোকাতুর সময়েও তার দৃঢ় মনোবলের প্রশংসা করে তিনি তারেক রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আল্লাহর কাছে তার জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

উল্লেখ্য, এর আগে গত ৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তারিক চয়ন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ