ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সূত্র জানিয়েছে, এই দলে থাকবেন আটজন মুক্তিযোদ্ধা ও দুজন সামরিক কর্মকর্তা। তাদের সঙ্গে পরিবারের একজন করে সদস্যও থাকবেন।
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতি বছরই ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবস পালন করে এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। গত বছরও বাংলাদেশের একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল।
ভারতের সেনাবাহিনী ১৯৭১ সালের যুদ্ধজয় স্মরণে প্রতিবছর বিজয় দিবস পালন করে। রাজধানী নয়াদিল্লি ছাড়াও সারা দেশে দিনটি ঘিরে নানা অনুষ্ঠান হয়। তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে মেতে ওঠে সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তর—কলকাতার ফোর্ট উইলিয়াম, যার নতুন নাম ‘বিজয় দুর্গ’।
অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ ‘মিলিটারি ট্যাটু’, যেখানে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কসরৎ প্রদর্শন করেন। সেনাবাহিনীর প্রশিক্ষিত ঘোড়া, কুকুর ও রোবটও অংশ নেয় প্রদর্শনীতে। থাকে সাংস্কৃতিক পরিবেশনাও।
এ বছর মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং এরিয়ায় মিলিটারি ট্যাটু অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে