তৃষ্ণার শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
আন্তর্জাতিক অনূর্ধ্ব–২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
কোচ পিটার বাটলার এ ম্যাচে দুই পরিবর্তন আনেন। একাদশে ঢোকেন বর্ণা খাতুন ও শান্তি মার্ডি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক দিয়ে বল এগিয়ে মুনকিকে বাড়িয়ে দেন সাগরিকা। গোললাইন থেকে প্রতিহত হলেও ফিরতি বলে জালে বল পাঠান সিনহা। এটি তার টুর্নামেন্টে দ্বিতীয় গোল।
গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। একাধিক আক্রমণ করলেও বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষক স্বর্ণা রানী প্রথমার্ধে তাদের রুখে দেন। এরপর ৩৭ মিনিটে আবারও গোল পায় বাংলাদেশ। এবার গোলদাতা সাগরিকা, যিনি আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।
৪৩ মিনিটে ভালো একটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় নেপাল। দ্বিতীয়ার্ধেও উত্তেজনা অব্যাহত থাকে। ম্যাচের ৫৬ মিনিটে উভয় দলের একটি করে খেলোয়াড়—বাংলাদেশের সাগরিকা ও নেপালের শিমরান রাই—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় নেপাল এবং ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে।
তবে নাটকীয়তা বাকি ছিল শেষেই। যোগ করা সময়ে তৃষ্ণা রানীর অসাধারণ গোলে বাংলাদেশ আবারও এগিয়ে যায় ৩-২ ব্যবধানে, যা নিশ্চিত করে জয়ের তিন পয়েন্ট।
চার দলের এই রাউন্ড-রবিন লিগে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
গতবার অনূর্ধ্ব–১৯ সাফ টুর্নামেন্টে ভারতকে নিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে একক শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে