Views Bangladesh Logo

আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে টপ অর্ডারের ব্যর্থতায় তারা ২২১ রানে অলআউট হয়ে যায়।

ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে শুরুর তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের ভিত্তি গড়ে দেন তাওহীদ হৃদয় (৫৬) ও মিরাজ (৬০), তবে তাদের ফিফটির পরও ইনিংস বড় করতে ব্যর্থ হন তারা। ইনিংসের চতুর্থ ওভারে জীবন পেয়েও ১০ রান করে আউট হন ওপেনার তানজিদ তামিম। পরেই সাজঘরে ফেরেন ওয়ানডের নেতৃত্বভার হারানো নাজমুল শান্ত (২)। আশা দিচ্ছিলেন টি-২০ দিয়ে আলোয় আসা সাইফ হাসান। ওয়ানডে অভিষেকে ৩৭ বলে পাঁচটি চারের শটে ২৬ রান করে ক্যাচ দেন তিনি।

মিরাজ আউট হওয়ার পর মাত্র ৪৬ রান যোগ করতে পারে বাংলাদেশ। এর মধ্যে জাকের আলী (১০) ফিরলে দলের বিপদ বাড়ে। দুই বছর পর আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমে নুরুল হাসান সোহান ৭ রানের বেশি করতে পারেননি। তানজিম সাকিবের ব্যাট থেকে ২৩ বলে ১৭ রানের ইনিংস আসে। তানভীর ইসলাম ১১ রান যোগ করেন।

আফগানিস্তান সহজেই লক্ষ্য অর্জন করে ৪৬.৫ ওভারে। রহমানুল্লাহ গুরবাজ (৫০) ও রহমত শাহ (৫০) তাদের দলকে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বল হাতে আফগান পেস অলরাউন্ডার ওমারজাই এবং লেগ স্পিনার রশিদ খান তিনটি করে উইকেট তুলে নেন। ডানহাতি অফ স্পিনার আল্লাহ গজনফর নেন দুই উইকেট। বাংলাদেশের পেসার তানজিম তিন উইকেট নিলেও তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ তাকে সঙ্গ দিতে পারেননি। মিরাজ ও তানভীর ইসলাম ১ টি করে উইকেট নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ