Views Bangladesh Logo

নেপালকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। এই জয়ে সেমিফাইনালের পথে আরও দৃঢ় অবস্থানে এসেছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় হলে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও শেষ চার নিশ্চিত করবে। দুই দলের মুখোমুখি প্রতিযোগিতায় বিজয়ী হবে গ্রুপ সেরা।

নেপালের দেওয়া ১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের; ২৯ রানে ২ উইকেট হারিয়ে পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়। তবে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে জয় নিশ্চিত করেছেন জাওয়াদ আবরার। ৭ চার ও ৩ ছক্কায় ৭০ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন তিনি। কালাম সিদ্দিকীর সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ৯২ রানের জুটি।

বাংলাদেশের বোলাররাও দারুণ অবদান রেখেছেন। মোহাম্মদ সবুজ ৩ উইকেটসহ নেপালকে ১৩০ রানে অলআউট করেন। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ এবং অধিনায়ক তামিমও ২টি করে উইকেট নেন। নেপালের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন অভিষেক তিওয়ারি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ