Views Bangladesh Logo

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।


শোকের সময়কাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুরু হয়েছে, চলবে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত।


বুধবার (২৩ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, এই তিনদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও একই নিয়ম পালিত হবে।


প্রয়াত পোপের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনাও করা হবে।


সংস্কারমূলক নেতৃত্ব এবং বিশ্বজুড়ে প্রভাবের জন্য পরিচিত পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে পরলোকগমন করেন। আর্জেন্টিনায় জন্ম নেয়া ফ্রান্সিস ডাবল নিউমোনিয়ায় ভুগছিলেন এবং রোমের জেমেলি হাসপাতালে ৩৮ দিন চিকিৎসাধীন ছিলেন। ২৩ মার্চ ছেড়ে দেয়া হলেও শেষ পর্যন্ত শারীরিক জটিলতায় মারা যান তিনি।


বিনয়ী দৃষ্টিভঙ্গি এবং ক্যাথলিক চার্চকে আধুনিকীকরণের প্রচেষ্টার জন্য সম্মানিত ছিলেন ২০১৩ সালের মার্চে পোপ হিসেবে নিযুক্ত হওয়া ফ্রান্সিস। যদিও তিনি ঐতিহ্যবাদীদের সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ