Views Bangladesh Logo

নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বপ্নের সূচনা করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৩০ আগস্ট) নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের জয়ে প্রধান নায়ক ছিলেন অধিনায়ক লিটন দাস ও দুই বছর পর দলে ফেরা সাইফ হাসান। লিটন মাত্র ২৯ বলে খেলেন অপরাজিত ৫৪ রানের ঝলমলে ইনিংস। এটি তার ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি, যার মাধ্যমে তিনি সাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়ে ফেলেন। যেখানে সাকিবকে ১২৮ ম্যাচ খেলতে হয়েছে, সেখানে লিটন মাত্র ১০৮ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছে যান।

সাইফ হাসান দেখিয়েছেন দারুণ অলরাউন্ড পারফরম্যান্স। বল হাতে নিয়েছেন দুটি উইকেট, ব্যাট হাতে খেলেছেন ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। ওপেনার তানজিদ তামিম (২৯) আউট হলে লিটনের সঙ্গে জুটি গড়ে দলকে সহজ জয়ে নিয়ে যান তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস থামে ১৩৬ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি মাত্র ২৮ রান দিয়ে শিকার করেন চার উইকেট। সাইফ নেন দুটি ও মুস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।

ডাচ ব্যাটারদের মধ্যে তেজা নিদামারুনু সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ম্যাক্স ডি’ওড ২৩, টিম প্রিঙ্গল ১৬ ও সারিজ আহমেদ ১৫ রান যোগ করেন দলের সংগ্রহে।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ