Views Bangladesh Logo

বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নারীদের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে বুধবার থাইল্যান্ডকে ৩৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে পাঁচ ম্যাচেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এতেই আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার গোল্ডেন ডাক মারলেও অন্য ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও চারে নামা সোবহানা মোস্তারি ফিফটি করেন।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া জুয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রান করেন। তিনটি চারের সঙ্গে চারটি ছক্কা মারেন যুবা গেমসে অ্যাথলেটিকসে তিনটি স্বর্ণ জয়ী এই ক্রীড়াবিদ। সোবহানা ৪২ বলে ৫৯ রান করেন। নয় চার ও এক ছক্কার ইনিংস খেলায় ম্যাচ সেরা হন। এছাড়া শেষটায় ৬ বলে ১৫ রান যোগ করেন ঋতু মনি।

জবাব দিতে নেমে থাইল্যান্ডের ওপেনারও ছুয়ানান গোল্ডেন ডাক মারেন। তবে পরের তিন ব্যাটার রান পাওয়ায় লড়াই করছিল তারা। থাই ওপেনার নাতাকান চান্থাম ৪১ বলে ৪৬ রান করেন। তিনে নামা নানাপাট ২৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন। চারে নামা অধিনায়ক নারুইমো ২৮ বলে ৩০ রান যোগ করেন।

পরের ব্যাটাররা রান না পাওয়ায় ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে থামে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। পেসার মারুফা আক্তার ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ঋতু মনি ও স্বর্ণা আক্তার যথাক্রমে ২০ ও ২১ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন।

আগামী টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১২ দল। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে খেলবে। গত টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর পাঁচ দল সরাসরি টি-২০ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। টি-২০ র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকায় আরও দুটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বাকি চার দল বাছাইপর্ব থেকে বিশ্বকাপ খেলবে।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ