Views Bangladesh Logo

গাজাগামী মানবিক বহর আটকানোয় ইসরাইলকে বাংলাদেশের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজায় মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটলা আটকানোর ঘটনায় ইসরাইলি নৌবাহিনীকে কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘটনাকে 'আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন' আখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, ইসরাইল ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা 'লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।'

বাংলাদেশ সরকার আটক মানবিক কর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি গাজা ও পশ্চিম তীর থেকে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গ্লোবাল সুমুদ বহরটি ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ