যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে। সোমবার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এক বৈঠকে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস জানান, সম্প্রতি বাংলাদেশি রপ্তানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একে 'দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে অভিহিত করেন।
বৈঠকে বিদ্যমান বাণিজ্য ঘাটতি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস যুক্তরাষ্ট্র থেকে প্রধান কৃষিপণ্য—বিশেষ করে তুলা ও সয়াবিন—আমদানি বাড়ানোর আগ্রহের কথা জানান।
আলোচনায় আরও স্থান পায় জ্বালানি সহযোগিতা, যেমন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি এবং বেসামরিক বিমান ক্রয়ের সম্ভাবনা। মাদক নিয়ন্ত্রণ উদ্যোগে সহযোগিতা ও রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় চলমান প্রচেষ্টাও আলোচনায় গুরুত্ব পায়।
বাংলাদেশের পক্ষ থেকে ড. ইউনূস যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন, যা দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ বাণিজ্য ও গভীরতর অর্থনৈতিক সহযোগিতা উন্নীত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে