Views Bangladesh Logo

শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে দারুণ এক সাফল্যের গল্প লিখল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি হার দিয়ে শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ টানা জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ইনিংসের শুরুতেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। আর স্পিন আক্রমণে প্রতিপক্ষকে কাবু করে দেন শেখ মেহেদি। নিজের প্রথম তিন ওভারে ফেরান কুশল পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক আসালঙ্কাকে। পরে তার ঘূর্ণিতে ফেরেন ফিফটির পথে থাকা নিশাঙ্কাও। ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মেহেদি। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল, মুস্তাফিজ ও শামীম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের দুই ওপেনার লিটন ও নাঈমের একজন বিদায় নিলেও এরপরের গল্পটা ছিল একান্তই তানজিদ হাসান তামিমের। এক প্রান্তে ঝড় তুলে ২৭ বলে ফিফটি পূর্ণ করেন এই তরুণ। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন তিনি। তাকে দারুণভাবে সঙ্গ দেন তাওহিদ হৃদয়, যিনি ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।

মাত্র ১৬ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে শুধু একটি সিরিজ জয় নয়, বরং শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ