Views Bangladesh Logo

সাফ শিরোপা আবারও বাংলাদেশের, নেপালের জালে সাগরিকার ৪ গোল

 VB  Desk

ভিবি ডেস্ক

নেপালকে ৪–০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। চারটি গোলই করেছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড সাগরিকা। এ নিয়ে পঞ্চমবার আঞ্চলিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

২০২২ সালের পর এবারের সাফেও ছিল না কোনো ফাইনাল। ডাবল লিগ পদ্ধতিতে যে দল বেশি পয়েন্ট পাবে তারাই চ্যাম্পিয়ন। সে হিসেবে আজকের ম্যাচটি হয়ে যায় অলিখিত ফাইনাল। যেখানে নেপালকে উড়িয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। নেপালের পয়েন্ট ১২।

১১ দিনের টুর্নামেন্টে ছয় ম্যাচের সবকটিই জিতেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন মেয়েরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারে নেপাল। এরপর টানা দুবার ভুটানকে হারান স্বাগতিকেরা। লঙ্কানদের সঙ্গে দ্বিতীয় দেখায় বাংলাদেশ জেতে ৫-০ গোলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ