Views Bangladesh Logo

বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহবস্থানে বিশ্বাসী বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহবস্থানে বিশ্বাসী। তবে যেকোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমরা সদা প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাব। প্রধান উপদেষ্টা সবাইকে নির্বাচনী পরিবেশ আনন্দময় ও উৎসবমুখর করার জন্য একত্রে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, তিনি সশস্ত্রবাহিনীর দক্ষতা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আমলে বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা হয়নি, তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে ইতোমধ্যে কাজ করছে। এর ফলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর অবদান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ১০টি মিশনে আমাদের সেনা সদস্যরা কাজ করছেন। বাংলাদেশ বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, এবং কাতারও আমাদের দেশ থেকে জনবল নেবে। এসব আমাদের জন্য গৌরবের বিষয়।

বক্তব্যের শুরুতে হঠাৎ ঢাকায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক ও দুঃখ প্রকাশ করেন। এরপর স্বাধীনতা যুদ্ধে শহীদ ও ২৪ সালের অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ