পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপট দেখাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে তারা।
প্রথমে ব্যাট করে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। শুরুতেই আগুনঝরা স্পেল উপহার দেন পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই বলে ফেরান উমাইমা সোহেল ও সিদরা আমিনকে। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। স্পিন আক্রমণে নাহিদা আক্তার ও রাবেয়া খানও ছিলেন ভয়ংকর। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ২২ রান আসে অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে শর্ণা আক্তার নিয়েছেন ৩ উইকেট মাত্র ৫ রানে। মারুফা ও নাহিদা পেয়েছেন ২টি করে উইকেট। রাবেয়া, ফাহিমা ও নিশিতা আক্তার নিয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হন মারুফা আক্তার।
চ্যালেঞ্জিং না হলেও সাবধানী সূচনা দরকার ছিল বাংলাদেশের। তবে ওপেনার ফারজানা হক শূন্য রানে ফেরেন। এরপর রুবিয়া হায়দার ইনিংস গুছিয়ে নেন। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৫৪ রান। অধিনায়ক নিগার সুলতানা করেন ২৩ রান। সোবহানা মোস্তারি ২৪ রানে অপরাজিত থেকে দলকে জয় নিশ্চিত করেন।
৩১.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ, হাতে ছিল ৭ উইকেট ও ১১৩ বল। আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে