যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের
প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে চলমান উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে নিগার সুলতানার দল।
রোববার (১৮ জানুয়ারি) মুলপানিতে টস হেরে ব্যাটিং করে বাংলাদেশ ২০ ওভারে ১৫৯ রান তোলে, যা টি-টোয়েন্টিতে তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শারমিন আক্তার ৩৯ বলে ৬৩ রান করে খেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি।
১৫৯ রানের লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্র ২০ ওভারে ১৩৭ রানে থামে। নাহিদা আক্তার ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। রিতু মনি নেন ৩ উইকেট।
উল্লেখ্য, বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে