Views Bangladesh Logo

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লমান যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পা রাখল আজিজুল হাকিম তামিমের শিষ্যরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য গ্রুপের রানার্সআপ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ২২৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪৯ ওভার এক বলে ১৮১ রানেই অলআউট হয়ে যায়।

লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার শুরুটা ভালো হলেও ধীমান্ত মাহাভিথানা ও বিরান চামুদিথার ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত ছন্দ হারায় তারা। বিরান ১২ রান করে ফিরলে বাংলাদেশ একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। স্পিনারদের চাপে দলীয় ৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। মিডল অর্ডারে চামিকা হেনাথিগালা ও আদাম হিল্মি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের বোলিংয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ তিনটি করে উইকেট নেন। এ ছাড়া সামিউন বশির রাতুল শিকার করেন দুটি উইকেট।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে জাওয়াদ আবরার ও রিফাত বেগ দুর্দান্ত সূচনা এনে দেন। দুজনের ৮৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে জাওয়াদের ৪৯ রানে আউট হওয়ার মাধ্যমে। শক্ত ভিত পেলেও পরের ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ