কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আজ শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ সেটে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
খেলার নিয়ম অনুযায়ী বিচ হ্যান্ডবলে ১০ মিনিটের দুটি সেট হয়। প্রতিটি সেটের গোলের ভিত্তিতে জয়-পরাজয় নির্ধারিত হয়। কোনো দল যদি দুই সেট জিতে নেয়, তবে সরাসরি বিজয়ী হয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে।
আজকের ম্যাচে বাংলাদেশ প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরে যায়। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ১৯-১০ গোলে জয় তুলে নেয়। এতে সমতা ফিরে আসে ১-১ ব্যবধানে। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ গোলে জিতে ভারতকে পরাজিত করে।
এর আগে গত রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ২-০ সেটে জয় পায়। ওই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন খোকন মোল্লা। ভারতের বিপক্ষেও অসাধারণ পারফরম্যান্স দেখান তিনি এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।
বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে ঢাকার পল্টন ময়দানে বালুর ওপর অনুশীলন করেছিল। সেই প্রস্তুতিরই সুফল মিলছে টানা দুই ম্যাচের জয়ে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে