Views Bangladesh Logo

নারী কাবাডি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশের জয় দিয়ে শুরু

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ দলের এই আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে।

প্রথমার্ধে উগান্ডার সঙ্গে লড়াইয়ে কিছুটা চাপের মুখে পড়লেও স্মৃতি আক্তারের দারুণ পারফরম্যান্স দলের জয়ে বড় অবদান রাখে। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলেছেন তিনি। প্রথমার্ধ শেষে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে এগিয়েছিল (১৪-১২)।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বলপ্রয়োগ ও রক্ষণাত্মক কৌশল উগান্ডাকে অলআউট করে ব্যবধান বাড়ায়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তুলেছে ২৮ পয়েন্ট, যেখানে উগান্ডার সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট।

ম্যাচ সেরা নির্বাচিত স্মৃতি আক্তার বলেন, ’শুরুতে কিছুটা চাপ অনুভব করেছি। প্রথমবার উগান্ডার সঙ্গে খেলছি, তাই তাদের খেলা বুঝতে কিছুটা সময় লেগেছে। এরপর আমরা দারুণভাবে খেলেছি। প্রথম ম্যাচে জয় পেয়েছি, পরবর্তী ম্যাচগুলোতেও ইনশাআল্লাহ ভালো ফল আশা করছি। দেশের হয়ে খেলাটা অনেক আনন্দের। আমরা সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দেবো।’

দারুণ জয়ের সঙ্গে বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। একই সময়ে উগান্ডা খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ থাইল্যান্ডের সঙ্গে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ